রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুধু মুর্শিদাবাদের ডোমকল নয়, বড়ঞার কুলিতে সিবিআই প্রতিনিধি দল হানা দিল। বড়ঞার কুলিতে ব্যবসায়ী সজল আনসারি ওরফে ঝন্টু শেখের বাড়িতে তল্লাশি অভিযান শুরু করে সিবিআই। পেশায় শিক্ষক ঝন্টু শেখের বাড়িতে বৃহস্পতিবার সকালে সিবিআই এর প্রতিনিধি দল তল্লাশি চালাতে শুরু করে।ঝন্টু শিক্ষা নিয়োগে দুর্নীতির অভিযোগে ধৃত কুন্তল ঘোষের ঘনিষ্ঠ বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। ঝন্টুর একাধিক বিএড কলেজ আছে বলে জানা যাচ্ছে। বড়ঞার কুলি এলাকায় অবস্থিত আল হিলাল মিশন টির্চাস ট্রেনিং ইনস্টিটিউট বিএড অ্যান্ড ডি এল এড কলেজ। এছাড়াবড়ঞা থানার কুলি এলাকায় এ দিন সজল আনসারি বাড়িতে তিন সদস্যের সিবিআই প্রতিনিধি দল তল্লাশি ও জিজ্ঞাসাদ চালায় । বাড়ি ঘিরে রাখে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। দুটি বিএড কলেজের মালিক সজল আনসারি। এছাড়াও তাঁর নামে একাধিক কলেজের মালিকানা রয়েছে ও প্রচুর সম্পত্তির মালিক বলে সূত্রের খবর।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct