আপনজন ডেস্ক: স্যাটেলাইটের মাধ্যমে খুব সহজেই বিশ্বের প্রত্যন্ত অঞ্চলগুলোতে ইন্টারনেট পরিষেবা দিতে পারে মাস্কের মালিকানাধীন প্রতিষ্ঠান স্পেস এক্স এর স্টারলিংক। এটি রাউটার, টাওয়ার বা তার ছাড়ায় সার্ভিস দিতে সক্ষম।তবে ইসরায়েলের অনুমোদন ছাড়া তিনি গাজায় তার স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেবেন না বলে জানিয়ে দিলেন। ইলন মাস্ক ব্যক্তিগত সফরে ইসরায়েলের রাজধানী তেল আবিবে এসেছিলেন। সেখানে তিনি ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হেরজগের কার্যালয়ে প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেন। এ ছাড়া, তিনি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও বৈঠক করেন।এর আগে নেতানিয়াহু ১৮ সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ায় মাস্কের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি এক্সে ছড়িয়ে পড়া ইহুদীবিদ্বেষ নিয়ে ব্যবস্থা নেওয়ার জন্য মাস্ককে অনুরোধ করেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা ও ইহুদীবিদ্বেষের মাঝে সমন্বয় করার প্রক্রিয়া খুঁজে বের করার বিষয়টিও উল্লেখ করেন। গত মাসের শেষের দিকে ইলন মাস্ক 'স্বনামধন্য' মানবিক সংস্থাগুলোকে গাজায় ইন্টারনেট সেবা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন। সে সময় যোগাযোগমন্ত্রী শ্লোমো হুমকি দিয়ে জানান, মাস্ক এই উদ্যোগ নিলে ইসরায়েল স্টারলিংকের সঙ্গে সব ধরনের অংশীদারিত্ব বর্জন করবে। তিনি দাবি করেন, হামাসের যোদ্ধারা স্টারলিংকের সংযোগ ব্যবহার করে চলমান সংঘাতে সুবিধা আদায় করে নেবে। সেটা মাথায় রেখে মাস্ক জানিয়ে দেন, ইসরায়েলের অনুমতি ছাড়া তারা গাজায় ইন্টারনেট পরিষেবা দেবে না।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct