আপনজন ডেস্ক: বলিউডের অন্যতম সেরা অভিনেতা ইরফান খান আর নেই।তবে তার মনমুগ্ধকর অভিনয়ের নেশায় আজও বুদ হয়ে রয়েছে সিনেমা জগৎ।তার অপলক চাহনি সিনেমায় এমন অনেক কথাই বলে দিয়েছিল, যা শব্দ দিয়ে বলা যায় না।৩৫ বছর পর সিনেমাটিক জগতে এমনই মায়াবী চাহনি দিয়ে আবির্ভাব ইরফানপুত্র বাবিলের। 'দ্য রেলওয়ে ম্যান' সিরিজের মাধ্যমে বাবিল সাড়া জাগিয়েছে সিনেপ্রেমীদের মাঝে। সেইসঙ্গে দুর্দান্ত অভিনয় দিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। বাবিলের সিনেজগত সবে শুরু। বাবার ছায়ায় বড় হওয়া বাবিল খানের যাত্রাটা কেমন? কী তার নেপথ্যের গল্প? ভবিষ্যতে নিজেকে কোথায় দেখছেন বাবিল? সাফ জানিয়ে দিয়েছেন, অভিনয়জীবনে তার অনুপ্রেরণা বাবা ইরফান খানই। এক সাক্ষাৎকারে বাবিল বলেন, 'আমি শুধু কাজ করতে চেয়েছি। বাবার সিনেমা দেখেই অভিনয়ের প্রেমে পড়ি। একদিন বাবাকে বলেছিলাম, আমি অভিনয় করব। বাবা বললেন, আগে যেন পড়াশোনা শেষ করি। অভিনয় তিনিই শিখিয়ে দেবেন। কিন্তু পড়া শেষ করে ফিরতে দেরি হয়ে গেল।' লন্ডনে ইউনিভার্সিটি অব ওয়েস্ট মিনিস্টার থেকে ফিল্মের ওপর ডিগ্রি নেন তিনি। ইন্ডাস্ট্রিতে আসেন ২০১৭ সালে মুক্তি পাওয়া 'কারিব কারিব সিঙ্গেল'য়ের মাধ্যমে। সিনেমায় একজন ক্যামেরা সহযোগী হিসেবে কাজ করেন তিনি। যদিও পিতার মৃত্যুর পর ভেঙে পড়েছিলেন বাবিল।তিনি আরও বলেন, 'বাবার হঠাৎ চলে যাওয়ায় আমি একেবারেই ভেঙে পড়ি। তাই স্ক্রিপ্ট নিয়ে খুব একটা ভাবিনি। আমার ঘনিষ্ঠ এক বন্ধু "কলা" সিনেমার পরিচালক অনবিতা দত্তকে অ্যাসিস্ট করছিল।' বাবার হারানোর শোকের মাঝেই প্রোডাকশন হাউসে অডিশন দেন বাবিল, তাতেই পেয়ে যান তার প্রথম সিনেমা।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct