সেখ রিয়াজউদ্দিন, বীরভূম, আপনজন: লোকপুর উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষক হারাধন পাল আজ বুধবার সকাল ৮-৩০ মিনিট নাগাদ নিজগৃহ লোকপুর থানার কমলপুর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর। বয়স্ক জনিত কারণে শারীরিক সক্ষমতা ভেঙ্গে পড়লেও ভেঙ্গে পড়েনি সাহিত্যের প্রতি তার লেখনির ধার, বন্ধ হয়নি কলম। তিনি লোকপুর হাইস্কুলে দীর্ঘদিন সহকারী প্রধান শিক্ষক হিসেবে কাজ করে গেছেন নিষ্ঠার সাথে। সেই সময়কালে তিনি স্কুলের পাঠ্যপুস্তক হিসেবে পঞ্চম ও ষষ্ঠ শ্রেণীর বাংলা ব্যাকরণ এবং ইংরেজি গ্রামার বই লিখেছিলেন। পাশাপাশি সাহিত্য সাধনায় তিনি বেশ কিছু কবিতার বই প্রকাশ করেন।কবিতার বই প্রকাশ পায়- “কবিতা মালঞ্চ”,”পঞ্চপ্রদীপ” প্রভৃতি । প্রবন্ধ বিষয়ক পুস্তিকা রয়েছে- “দ্বিতীয় বিশ্বযুদ্ধের আবহে পঞ্চাশের মন্বন্তর”। ছোট গল্পের পুস্তিকাও প্রকাশ পেয়েছে- “গল্প মল্লিকা”, “অভিনব বিয়ে” ইত্যাদি। তিনি বহু গবেষণামূলক লেখাও লিখেছেন। সম্প্রতি সরস্বতী নদীর উৎস নিয়ে গবেষণা মূলক লেখা প্রকাশ পেয়েছে পত্রিকায়। কমলপুর গ্রামের পাশেই বহমান শাল নদীর উপরে যেমন লেখা রয়েছে, পাশাপাশি টুসু গান, ভাদু গান নিয়েও কলম ধরেছেন। এছাড়া স্থানীয় লোক শিল্পী নারায়ণ কর্মকার সহ অন্যান্য লোকশিল্পী এবং কবিদের নিয়েও তিনি তার কলমের মাধ্যমে তুলে ধরেছেন তাদের নানান বৃত্তান্ত। বর্তমান মোবাইলের যুগেও রেডিও ছিল তার নিত্যসঙ্গী। প্রতিদিন নিয়ম করেই তিনি রেডিওতে প্রাত্যহিকী অনুষ্ঠান শুনতেন। সেখানে তিনি লেখাও পাঠাতেন নিয়মিত। লোকপুর হাইস্কুলে শিক্ষকতার সময়কালে অন্যান্য চাকরির সুযোগ সুবিধা পেলেও এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান তথা গ্রাম ছেড়ে তিনি শহর মুখী হতে চাননি। তাই গ্রামের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন।
তিনি বীরভূম সাহিত্য পরিষদের আজীবন সদস্য ছিলেন। অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে প্রতিষ্ঠিত অস্তরাগ সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন। এছাড়াও জেলার বিভিন্ন পত্রপত্রিকায় তার লেখা নিয়মিত ভাবে প্রকাশিত হয়েছে। আজ তার স্মরণে লোকপুর ননীলাল সরস্বতী শিশু মন্দির, কমলপুর প্রাথমিক বিদ্যালয় ও লোকপুর উচ্চ বিদ্যালয়ে তার প্রতি শ্রদ্ধা ও শোক জ্ঞাপন করে বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়। উল্লেখ্য গ্রামের ধারে শাল নদীর উপর সরকারি সহায়তায় এলাকায় কৃষিকাজ তরান্বিত করতে রিভার লিফট ইরিগেশন প্রতিস্থাপনে বিশেষ ভূমিকা পালন করেন। যার প্রেক্ষিতে এলাকায় প্রায় আশি বিঘা জমি দো ফসলীতে পরিনত হয়। এ দিনই বক্রেশ্বর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct