আপনজন ডেস্ক: সমুদ্র সৈকত, স্কুলের আশপাশের এলাকা, পার্কসহ বিভিন্ন জায়গায় ধূমপান নিষিদ্ধ করেছে ফ্রান্স। তরুণদের মধ্যে জনপ্রিয় ডিজপোজেবল ই-সিগারেটও নিষিদ্ধ করছে দেশটির সরকার। মঙ্গলবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী অরেলিন রুসো সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ২০৩২ সালের ভেতর মাদকমুক্ত প্রজন্ম নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছেন। এর প্রেক্ষিতে কেন্দ্রীয়ভাবে ধূমপান নিয়ন্ত্রণের ব্যবস্থা নেয়া হবে। তিনি আরো বলেন, সব ধরনের সিগারেটের ওপর ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ফ্রান্সে এক প্যাকেট সিগারেটের দাম ১১ ইউরো ( ১২ ডলার)।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct