আপনজন ডেস্ক: সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের স্ত্রী রোজালিন কার্টারের মৃত্যু হয়েছে গত রোববার (১৯ নভেম্বর)। ৭৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। মঙ্গলবার জর্জিয়ার চার্চে ছিল সাবেক এই ফার্স্ট লেডির অন্ত্যেষ্টিক্রিয়া। এদিন প্রিয় স্ত্রী রোজালিনকে শেষ বিদায় জানাতে হুইলচেয়ারে করে সেখানে পৌঁছান ৯৯ বছর বয়সী জিমি কার্টার। সংবাদমাধ্যম দ্য ডেইলি মিরর জানিয়েছে, হসপিস কেয়ারে থাকা জিমি আড়াই ঘণ্টা যাত্রা করে ওই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। জিমি কার্টার আসেন একটি হুইলচেয়ারে করে। সেখানে তার পায়ের ওপর একটি কম্বল দিয়ে ঢেকে রাখাতে দেখা গেছে। সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের সহধর্মিণী রোজালিনর এই হৃদয় বিদারক বিদায়ে হাজির হয়েছিলেন সাবেক ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মিশেল ওবামা, লরা বুশ যোগসহ অন্যান্যরা। এছাড়া অন্ত্যেষ্টিক্রিয়ায় সামনের সারিতে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। এদিন কার্টারের ছেলে জেমস তার মায়ের প্রশংসা করে বলেন, আমার মা ছিলেন সেই আঠা যে আমাদের পরিবারের রাজনীতির উত্থান-পতনের মধ্য দিয়ে আমাদের পরিবারকে একত্রিত করেছেন। এর আগে রোজালিনার মৃত্যুর পর এক বিবৃতিতে সাবেক প্রেসিডেন্ট কার্টার বলেন, যখন আমার প্রয়োজন ছিল তখন সে আমাকে বিজ্ঞ নির্দেশনা এবং উৎসাহ দিয়েছিল।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct