মোল্লা মুয়াজ ইসলাম, বর্ধমান, আপনজন: আবারও জাতীয় সড়কের উপর ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। সাতসকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। বুধবার সকালে জাতীয় সড়কের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের হুগলির গুড়াপ থানার কংসারিপুর মোড়ে ইঞ্জিন ভ্যান এবং ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হয় ৪ চারজনের। মৃতরা হলেন ২৬ বছরের জীবনদীপ বাউল দাস,৩২ বছরের মঙ্গলদীপ বাউল দাস, ৩৫ বছরের বিশ্বজিৎ রায় ও ২২ বছরের দিবাকর সিং। তাদের প্রত্যেকের বাড়ি হুগলির গুড়াপ থানার সিয়াপুর গ্রামে। ঐ চারজন শ্রমিক প্রতিদিনের মতো আজকেও ইঞ্জিন ভ্যানে করে ঢালাই এর কাজে যাচ্ছিলেন। সেই সময় একটি ডাম্পার এসে ধাক্কা মারে ইঞ্জিন ভ্যানে।দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় চারজনকেই উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে । সেখানে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct