নিজস্ব প্রতিবেদক, হাওড়া, আপনজন: হাওড়ার সাঁকরাইলের রামচন্দ্রপুরে এক রক্তদান শিবিরে এসে বিধায়ক নওশাদ সিদ্দিকী সারের চড়া দাম, ডিএ বৃদ্ধি না হওয়া প্রভৃতি নিয়ে সরব হলেন। রক্তদান শিবিরে অংশ নিয়ে বিধায়ক নওশাদ সিদ্দিকী অভিযোগ করেন, সারের কালোবাজারি হচ্ছে। কৃষকদের চড়া দামে সার ক্রয় করতে হচ্ছে। তাই তিনি বিষয়টি নিয়ে বিধানসভার এটা নিয়ে সরব হয়েছেন বলে জানাননওমাদ আরও বলেন, রাজ্যের অর্থনৈতিক অবস্থা সেদিনই সচল হবে যেদিন দিন আনা দিন খাওয়া মানুষের হাতে টাকা থাকবে, সমাজের সব শ্রেণির মানুষের হাতে টাকা থাকবে। এই কথা বললেই বিজেপির দালাল বলা হচ্ছে।তিনি মুখ্যমন্ত্রীর সমালোচনা করে বলেন, এই মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন কেন্দ্রীয় সমহারে যারা ডিএ দিতে পারেনা তাদের রাজ্য চালানোর অধিকার নেই। আজ তাহলে ওনার জবাব উনি নিজেই পেয়ে যাবেন।নওশাদ আরও বলেন, আমরা চাইনা সরকারি কর্মচারীদের অতিরিক্ত ছুটি। তাদের থেকে যেমন কাজ বুঝে নেওয়া হোক, তেমন তাদের প্রাপ্য ডিএ দেওয়া হোক এটাই আমরা চাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct