সারিউল ইসলাম, মুর্শিদাবাদ, আপনজন: মুর্শিদাবাদ থানার গুধিয়া এলাকায় গত কয়েক মাসে প্রায় ৪০ থেকে ৫০ টি সেচের কাজে ব্যবহৃত মোটর পাম্প চুরির ঘটনা ঘটে। বারংবার প্রশাসনকে জানিয়েও সেখানকার কৃষকদের কোনো সুরাহা হয়নি। মঙ্গলবার গভীর রাতে আবারো একটি মোটর পাম্প চুরি হয় গুধিয়া এলাকায় মাঠের মধ্যে থেকে। লালবাগ সুভাষচন্দ্র বোস সেন্টিনারি কলেজের প্রফেসর রবিউল ইসলাম শিক্ষকতার পাশাপাশি কৃষি কাজের সঙ্গে যুক্ত। তার মোটর পাম্প চুরি হয় মঙ্গলবার রাতে। ইটের মজবুত দেওয়াল ভেঙে এবং মোটরের তালা ভেঙে ঘরের মধ্যে থেকে মোটর পাম্পটি চুরি করা হয়। ঘটনার লিখিত অভিযোগ দায়ের করা হয় মুর্শিদাবাদ থানার গুধিয়া পুলিশ ফাঁড়িতে। প্রফেসর তথা কৃষক রবিউল ইসলাম বলেন, ‘প্রায় ৪০ থেকে ৫০ টি মোটর পাম্প গত কয়েক মাসে চুরি হয়েছে এলাকায়। বারংবার মোটর পাম্প কেনা হয়, কিন্তু সেই মোটর পাম্প আবারও চুরি হয়। মোটর পাম্প চুরির ঘটনায় পুলিশ মাঝেমধ্যে কয়েকজনকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দিচ্ছে অভিযুক্তদের। তার ফলে কৃষকদের কোনো সুরাহা হচ্ছেনা, বরং পাম্প চুরির ঘটনা আরও বেড়েই চলেছে। মোটর পাম্প চুরি হওয়ায় জলের অভাবে কৃষকদের চাষেও সমস্যা হচ্ছে।’উল্লেখ্য, গত বছর দুয়েক থেকে গুধিয়া এলাকায় হেরোইন আসক্তদের সংখ্যা বৃদ্ধি পায়। কখনো গাড়ির ব্যাটারি আবার কখনো মোটর পাম্প চুরি করে তারা। এই চুরির পেছনেও তাদেরই হাতে রয়েছে বলে অনুমান কৃষকদের। কিন্তু পুলিশ বা প্রশাসন কোন সক্রিয় ভূমিকা পালন করছে না বলে অভিযোগ করে স্থানীয় কৃষকরা। যার ফলে মোটর পাম্প মালিকদের পাশাপাশি কৃষকরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলে জল দিতে না পেরে। প্রশাসনের কাছে স্থায়ী সমাধানের আর্জি জানাচ্ছে কৃষকরা। চুরির ঘটনায় উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দিয়েছে পুলিশ প্রশাসন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct