আপনজন ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতি আরো পাঁচ দিন বাড়তে পারে বলে জানিয়েছেন ইসরায়েল সরকারের মুখপাত্র ইয়েলন লেভি।যুদ্ধবিরতি ও সংঘাত নিয়ে ইসরায়েলের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের তিনি বলেন, বন্দিবিনিময় অব্যাহত রেখে চলমান যুদ্ধবিরতির প্রক্রিয়া আরো পাঁচ দিন বাড়ানো যেতে পারে।ইসরায়েলি সরকারের মুখপাত্র বলেন, ‘হামাস যদি জিম্মিদের মুক্তি দেওয়া অব্যাহত রাখে, তাহলে আমরা আরো ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেব। হামাস যখন জিম্মিদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া স্থগিত করবে, তখন আমরা তাদের ওপর সামরিক চাপ সৃষ্টি করব।’ গত সোমবার যুদ্ধবিরতির মেয়াদ ৪৮ ঘণ্টা বাড়াতে সম্মত হয় হামাস ও ইসরায়েল। মধ্যস্থতাকারী দেশ কাতার গতকাল বলেছে, হামাস ও ইসরায়েলের মধ্যে একটি ‘টেকসই যুদ্ধবিরতি’ করার বিষয়ে তারা দুই দিনের যুদ্ধবিরতির সময়টিকে কাজে লাগাবে। চলমান যুদ্ধবিরতির সম্ভাব্য পরবর্তী ধাপ নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা কাতারে অবস্থান করছেন বলে জানা গেছে। সিআইএ ও মোসাদের পরিচালকরা কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে দোহায় বৈঠক করেছেন। মিসরের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। ডাব্লিউএইচওর সতর্কবার্তা
গাজায় গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। তবে ডাব্লিউএইচও বলেছে, স্বাস্থ্যব্যবস্থা ভেঙে পড়ায় গাজায় বোমা হামলার চেয়ে রোগে আক্রান্ত হয়ে বেশি মানুষ মারা যেতে পারে।সংস্থাটির মুখপাত্র মার্গারেট হ্যারিস সতর্ক করে বলেন, ‘যদি গাজার স্বাস্থ্যব্যবস্থা ঠিক করা সম্ভব না হয়, তাহলে বোমা হামলায় যত মানুষ প্রাণ হারিয়েছে, এর চেয়ে বেশি মানুষকে আমরা রোগে ভুগে মরতে দেখব।’ তিনি গাজা সিটির আল-শিফা হাসপাতালের স্বাস্থ্যসেবা ভেঙে পড়াকে ‘ট্র্যাজেডি’ আখ্যা দেন এবং হাসপাতালটির কয়েকজন চিকিৎসাকর্মীকে ইসরায়েলি বাহিনী আটক করায় উদ্বেগ প্রকাশ করেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গাজায় ৪৪ হাজার ডায়রিয়া আক্রান্ত রোগী এবং ৭০ হাজার তীব্র শ্বাসকষ্টে ভোগা রোগী শনাক্ত করা হয়েছে। সংস্থাটি আরো বলেছে, শিগগির শীত আসছে। এ ছাড়া বৃষ্টি ও বন্যা পরিস্থিতিকে আরো শোচনীয় করে তুলবে। হামাসের একটি সূত্র বলেছে, গতকাল আরো ১০ জনকে মুক্তি দেওয়ার কথা ছিল। বুধবার আরো ১০ জনকে মুক্তি দেওয়া হতে পারে। তবে ইসরায়েলের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়নি।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct