অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: ২৮ তম দক্ষিণ দিনাজপুর জেলা বই মেলার আয়োজন নিয়ে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হল বুধবার। বালুরঘাটে জেলা প্রশাসনিক ভবন সংলগ্ন বালুছায়া সভাগৃহে আয়োজিত এ দিনের এই বৈঠকে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) শুভজিৎ মন্ডল, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, বালুরঘাট সদর মহকুমা শাসক দেবাশিস চৌধুরী, বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র, জেলা জনশিক্ষা প্রসার দপ্তরের আধিকারিক তনুময় সরকার, জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সানি মিশ্র, জেলা গ্রন্থাগারিক অনুপ কুমার মন্ডল সহ আরো অনেকে। এদিন কমিটি গঠনের পাশাপাশি সুষ্ঠুভাবে বইমেলা সম্পন্ন করতে অনান্য নানা বিষয় স্থির করা হয়।জানা গিয়েছে, ২৮ তম জেলা বইমেলা অনুষ্ঠিত হবে বালুরঘাট শহরের হাই স্কুল ময়দানে। আগামী ৩০ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত সাত দিন ধরে চলবে জেলা বইমেলা।এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার জানান,‘বইমেলাকে কেন্দ্র করে সাধারণ মানুষকে আরো বেশি করে বইয়ের প্রতি আগ্রহ আমরা কিভাবে বাড়াতে পারি, সেই বিষয়ের ওপরে গুরুত্ব আরোপ করতে হবে।’এ বিষয়ে জেলা বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) সানি মিশ্র জানান, ‘নতুন পাঠক তৈরি করতে হবে। বই থাকবে, বই মেলাও থাকবে কিন্তু নতুন করে যদি পাঠক তৈরি করা না যায়; তাহলে বইমেলার মূল উদ্দেশ্য সাধিত হবে না।’এ বিষয়ে জেলা গ্রন্থাগারিক অনুপ কুমার মন্ডল জানান, ‘বইমেলার কমিটি গঠন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। পাশাপাশি ৮ টি উপ-সমিতি গঠিত হয়েছে। প্রত্যেকটি কমিটির যারা জয়েন কনভেনর রয়েছেন, তাঁরা বিভিন্ন দায়িত্ব পালন করবেন।’
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct