আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর সভায় বঙ্গ বিজেপির থেকে আমন্ত্রণই পাননি দলের সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা। বোলপুরে দলীয় কর্মীর বাড়িতে বসে শুনলেন শাহ ভাষণ। অনুপম জানান, এই বিষয়ে ইতিমধ্যেই তিনি দিল্লিতে অভিযোগ করেছেন। তার অভিযোগ, যেহেতু বার বার বঙ্গ বিজেপির সাংগঠনিক দুর্বলতা, দুর্নীতি, স্বজনপোষণের কথা তিনি তুলে ধরেছেন তাই আমন্ত্রণ জানানো হয়নি। নাম না করে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও রাজ্য সম্পাদক অমিতাভ চৌধুরীর বিরুদ্ধে বিষোদগার করেন। অনুপাম বলেন, আমি এই রাজ্য থেকে একমাত্র সর্বভারতীয় সম্পাদক। প্রটোকল অনুযায়ী আমাকে আমন্ত্রণ করা উচিত। কিন্তু, ওরা ভয় পেয়েছে যদি রাজ্য বিজেপির ভুলক্রুটিগুলি বাস্তবচিত্রটা আমি অমিত শাহর কাছে তুলে ধরে হাটের হাঁড়ি যদি ভেঙে দিই। আমি বিষয়টি দিল্লিতে জানিয়েছি। ডাক না পেয়ে যাইনি। অপমানিত হতে তো যেতে পারিনা। আগেও আমার সঙ্গে এমন ঘটেছে। তাই মাটিতে নেমে যারা কাজ করে সেই রকম এক দলীয় কর্মীর বাড়িতে বসে অমিত শাহজির বক্তব্য শুনলাম।”তবে অমিত শাহর সভায় ডাক না পাওয়ায় আক্ষেপও প্রকাশ করেন বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct