আপনজন ডেস্ক: উত্তর প্রদেশের বাদাউন জেলায় একটি পাবলিক ট্যাপ থেকে জল পান করার অভিযোগে ২৪ বছর বয়সী এক দলিত যুবককে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২৭ নভেম্বর সোমবার রাতে উষাইত থানা এলাকার সাথরা গ্রামে কমলেশকে লাঠি দিয়ে মারধর করে সুরজ রাঠোর ও তার সহযোগীরা। অতিরিক্ত পুলিশ সুপার অমিত কিশোর শ্রীবাস্তব জানিয়েছেন, তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমলেশের মেয়ে সোমবার জল নিতে গ্রামের পাবলিক ট্যাপে গিয়েছিল। ওই সময় জল সংগ্রহ করতে গিয়ে সুরজ কোনও বিষয় নিয়ে মেয়েটিকে গালিগালাজ করেন বলে অভিযোগ। কমলেশ শীঘ্রই ঘটনাস্থলে পৌঁছে সুরজের সাথে উত্তপ্ত তর্কে জড়িয়ে পড়ে। স্থানীয় কিছু বাসিন্দাদের হস্তক্ষেপের পরে বিষয়টি সমাধান করা হয়েছিল। পরে কমলেশ যখন একটি খামার থেকে ফিরছিলেন, তখন তিন অভিযুক্ত তাকে লাঠি দিয়ে আক্রমণ করে। নিহত দলিতের বাবা জগদীশের অভিযোগের ভিত্তিতে পুলিশ রাঠোরকে গ্রেপ্তার করেছে ও তার বিরুদ্ধে এফআইআর হয়েছে। পুলিশকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct