নিজস্ব প্রতিবেদক, অরঙ্গাবাদ, আপনজন: সাংসারিক অশান্তির জেরে স্ত্রীর গলায় ছুরির কোপ মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে হাওড়ার ডোমজুড় থানা এলাকার মাকড়দহ মুসলিমপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ছয়েক আগে বছর তিরিশের বেল্লাল মল্লিকের সঙ্গে দেখাশোনা করে বিয়ে হয় মুন্সীডাঙা শেখপাড়ার আফসানা শেখের। এদের এক পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই এদের নিজেদের মধ্য প্রায়শই অশান্তি চলত বলে অভিযোগ। বেল্লাল পেশায় দর্জির কাজ করতেন। অভাব ছিলো সংসারে। মঙ্গলবার দুপুর সাড়ে বারটা নাগাদ অশান্তি চরমে ওঠে। স্ত্রী যখন বাথরুমে স্নানে গিয়েছিলেন সেইসময় আচমকাই বাথরুমে ঢুকে স্ত্রীর গলায় ছুরি চালিয়ে দেয় বেল্লাল। এরপর ডোমজুড় থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি। আহত আফসানা’কে হাওড়া জেলা হাসপাতালের ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct