আজিম শেখ, মল্লারপুর, আপনজন: ফের আবার বীরভূমে গরু পাচারের চেষ্টা। ঝাড়খন্ড থেকে বীরভূমের রাস্তায় পাচার করার সময় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ৩৩ টি গরু সহ দুই জন আটক করল মল্লারপুর থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে আজ ভোর রাতে ঝাড়খণ্ড থেকে গরু গুলো হাটিয়ে নিয়ে আসছিল। মল্লারপুরে ১৪ নং জাতীয় সড়কে উপর।তাদের কাছে কোনো বৈধ কাগজ না থাকায় তাদের আটক করা হয়েছে।সূত্র মারফত জানা যায় ঝাড়খণ্ডের সারেস ডাঙ্গায় প্রতি সপ্তাহে সোমবার গরুর হাট বসে আর সেই হাট থেকে বহু গরু প্রশাসনের চোখে ধুলো দিয়ে বীরভূম হয়ে মুর্শিদাবাদ দিয়ে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় পাচার হয়ে যাচ্ছে। বীরভূমের নলহাটি থানা, রামপুরহাট থানা মল্লারপুর থানা সহ বিভিন্ন থানাতে একাধিকবার বহু গরুর গাড়ি আটক করেছে পুলিশ। গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন ।কিন্তু কোনমতেই কমছে না এই গরু পাচার রম রমিয়ে চলছে গরু পাচার। গরু পাচার কাণ্ডে অনুব্রত মণ্ডল তিহার জেলে থাকলেও চলছে গরু পাচার।গতকাল রামপুরহাটে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন এখন রাত্রে গরু পাচার হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে কিন্তু থেমে নাই এই অভিযান ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct