বিশেষ প্রতিবেদক, ডোমকল, আপনজন: ফিলিস্তিনের মজলুম মানুষদের উপর নির্মম অত্যাচার ও আক্রমণের প্রতিবাদে ডোমকল ব্লক জমিয়তে উলামার আহ্বানে আমিনাবাদে অনুষ্ঠিত হলো প্রতিবাদ সভা। এদিনের সভায় বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামার সভাপতি তথা রাজ্যের মন্ত্রী মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি বলেন ফিলিস্তিনে বহু নবীর কবর রয়েছে। বিশ্ব নবী হযরত মুহাম্মদ সা. মসজিদে আকসায় নবীদের ইমাম হয়ে নামাজ পড়িয়েছেন। মুসলমানদের ভালোবাসার স্থান হচ্ছে মসজিদে আকসা। দখলদার ইজরায়িল যেভাবে নিরীহ ফিলিস্তিনি ভাই বোনদের উপর জুলুম করছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে আমেরিকার দূতাবাসে আমরা ডেপুটেশন দিয়েছি। ফিলিস্তিনি রাষ্ট্রদূতে চিঠি পাঠিয়েছি সেখানে ত্রাণ পৌঁছানোর জন্য। তিনি জমিয়তের বহুমুখী খিদমতের কথাও তুলে ধরেন। এদিনের সভায় জমিয়তের কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।এছাড়াও বক্তব্য রাখেন রাজ্য রাবেতা বোর্ডের সম্পাদক মুফতি ফখরুদ্দীন, বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক মাওলানা ইমতিয়াজ আলী, জেলা জমিয়তের সভাপতি মাওলানা বদরুল আলম, রাজ্য ইমাম সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা নিজামুদ্দীন বিশ্বাস, জমিয়তের অফিস সচিব মাওলানা আব্দুস সামাদ, জেলা জমিয়তের সহ সভাপতি মুফতি জুবায়ের হোসেন সাহেব, মাষ্টার মাইনুল ইসলাম, হাফেজ ইন্তাজুল ইসলাম সহ ব্লক জমিয়তের নেতৃত্বস্থানীয় ব্যক্তিরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct