আপনজন ডেস্ক: এশিয়া কাপে চার্টার্ড ফ্লাইটের জন্য বাড়তি অর্থ চেয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সঙ্গে অচলাবস্থা তৈরি হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। গত আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হয় এশিয়া কাপ, যেটির মূল আয়োজক ছিল পিসিবিই। তবে পাকিস্তানে খেলতে ভারত আপত্তি জানানোয় এশিয়া কাপ হয় হাইব্রিড মডেলে। টুর্নামেন্টের বেশির ভাগ ম্যাচ হয় শ্রীলঙ্কায়। দুই দেশের মধ্যে দলগুলোর যাতায়াতে ব্যবহার করা হয় চার্টার্ড ফ্লাইট বা ভাড়া করা বিমান। পিসিবির একটি সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে, টুর্নামেন্টের আয়োজক স্বত্ব বাবদ প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলারের (প্রায় ২৭ কোটি ৫ লাখ ৫০ হাজার টাকা) সঙ্গে টিকিট ও স্পনসরশিপ অর্থের বাইরে পিসিসি বাড়তি অর্থও চেয়েছে। সূত্রটি বলেছে, ‘বাড়তি এ অর্থ পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে দলগুলোর চার্টার্ড ফ্লাইট এবং যোগাযোগ খরচ ও অতিরিক্ত হোটেলভাড়ার মতো বাড়তি খরচের কারণে, যেগুলো এশিয়া কাপের প্রাথমিক বাজেটের মধ্যে ছিল না।’ সূত্রটি বলেছে, যেহেতু এসিসি শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে, ফলে অতিরিক্ত খরচ তাদেরই বহন করতে হবে। অবশ্য সূত্রটি এটাও বলেছে, যেহেতু পাকিস্তান ঘরের মাঠে এশিয়া কাপের চারটি ম্যাচ আয়োজনের বদলে হাইব্রিড মডেলের আওতায় শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের ব্যাপারে রাজি হয়েছে, তাই এসিসি পিসিবিকে বাড়তি খরচ দিতে রাজি নয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct