আসিফ রনি, নবগ্রাম, আপনজন: মুর্শিদাবাদের পাঁচগ্রামে নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সহযোগিতায় ও পাঁচগ্রাম A.H.M.M শুভেচ্ছা সংঘের পরিচালনায় এক আট দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হল পাঁচগ্রাম হাই স্কুল মাঠে ।মঙ্গলবার এই নকআউট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান ও নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোঃ এনায়েতুল্লা। এদিন ১২ টা নাগাদ সময়ে ফিতে কেটে এবং পায়রা উড়িয়ে শুভ উদ্বোধন করা হয়। ব্যাট ও বল করে খেলার শুরু করেন নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ এনায়েতুল্লা ।সুত্রের খবর, আগামী ৪ ই ডিসেম্বর এই খেলার চূড়ান্ত খেলা হবে। উইনার দলকে দেড় লক্ষ টাকা এবং ট্রপি দেওয়া হবে সঙ্গে রানার্স দলকে এক লক্ষ টাকা এবং ট্রপি দেওয়া হবে বলে জানা যায়। উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ খলিলুর রহমান, নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মোঃ এনায়েতুল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন জেলাপরিষদের কৃষি ও সেচ কর্মাধক্ষা ওফিফা বেগম, পঞ্চায়েত সমিতির সভাপতি রুপলাল মন্ডল,আই এন টি টি ইউ সির ব্লক সভাপতি রাজু রহমান , কাশ্মির হোসেন সহ একাধিক নেতৃত্ব ও ক্রিকেট প্রেমীরা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct