এম মেহেদী সানি, কলকাতা, আপনজন: কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত বিধানসভা চত্বরে ৩ দিনের প্রতিবাদ কর্মসূচির সূচনা করল রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ৷ ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মঙ্গলবার বিধানসভা চত্বরে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন রাজ্যের তৃণমূল বিধায়করা ৷ মঙ্গলবার বিধানসভা চত্বরে আম্বেদকর মূর্তির পাদদেশে তৃণমূল বিধায়করা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করার পাশাপাশি বিভিন্ন শ্লোগান দেন । এ সময়ে ‘গরীব মানুষের একশো দিনের হকের টাকা কোথায় গেলো বিজেপি জবাব দাও’, জবাব তোমায় দিতেই হবে, নইলে গদি ছাড়তে হবে’, ‘বাংলাকে বঞ্চনা করা হচ্ছে কেনো বিজেপি জবাব দাও’, ‘আমাদের আন্দোলন চলছে চলবে’ ‘বিজেপি হটাও, নরেন্দ্র মোদী হটাও, দেশ বাঁচাও’ ইত্যাদি শ্লোগান দেন তৃণমূল বিধায়করা ।জানা গিয়েছে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ কলকাতায় আসছেন, ধর্মতলায় তিনি দলীয় সভায় বক্তব্য রাখবেন । পশ্চিমবঙ্গে চাকরি চুরি, রেশন চুরি, ১০০দিনের কাজ, বার্ধক্য ও বিধবা ভাতা, প্রতি ঘরে পানি, কিষাণ সম্মান, আয়ুষ্মান ভারত, আবাস যোজনায় দুর্নীতি ও বঞ্চনা ইত্যাদির অভিযোগে প্রতিবাদ জানাতে ওই সভা অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে । একদিকে যেমন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর উপস্থিতিতে বিজেপির সভা চলবে অন্যদিকে তেমন বিধানসভা চত্বরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে প্রতিবাদ জানাবে রাজ্যের শাসকদল ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct