আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের ২০ বছর বয়সি এক নিট পরীক্ষার্থীকে রাজস্থানের কোটায় তার ভাড়া বাড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। যদিও তার কক্ষ থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা ফরিদ হুসেন (২০) প্রায় এক বছর ধরে কোটার একটি কোচিং ইনস্টিটিউটে মেডিকেল প্রবেশিকা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। চলতি বছরের জুলাই মাস থেকে তিনি ওয়াউফ নগরে ভাড়া বাসায় বসবাস করছিলেন। কোচিং ইনস্টিটিউটের আরও কয়েকজন শিক্ষার্থীও একই বাড়িতে থাকতেন।হুসেনকে শেষবার দেখা গিয়েছিল সোমবার বিকেলে। রাত ৮টা পর্যন্ত তিনি ঘর থেকে বের না হলে তার বন্ধুরা তাকে ফোন দিলেও তিনি দরজা খোলেননি। দাদাবাড়ি থানার সার্কেল ইন্সপেক্টর রাজেশ পাঠক জানান, ঘটনার পর তারা বাড়ির মালিককে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ওই যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় জানিয়ে তিনি বলেন, “ঘরে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি এবং এই চরম পদক্ষেপের কারণ এখনও জানা যায়নি। তার বাবা-মা আসার পর ময়নাতদন্ত করা হবে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা। এই বছর এখানে কোনও কোচিং শিক্ষার্থীর আত্মহত্যার এটি ২৫ তম ঘটনা।গত ১৮ সেপ্টেম্বর কোটায় এনইইটি পরীক্ষার প্রস্তুতি রত উত্তরপ্রদেশের ১৬ বছর বয়সী এক কিশোরী বিষাক্ত পদার্থ খেয়ে আত্মহত্যা করে। ওই মাসে এটি ছিল দ্বিতীয় আত্মহত্যার ঘটনা। গত আগস্টে ছয় জন কোচিং শিক্ষার্থী আত্মহত্যা করেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct