এম মেহেদী সানি, বাদুড়িয়া, আপনজন: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের বাদুড়িয়া থানার অন্তর্গত কাটিয়াহাট আল-হেরা অ্যাকাডেমির বার্ষিক পুস্তিক প্রকাশ ও অভিভাবক সভা অনুষ্ঠিত হলো ৷ এদিন উপস্থিত ছিলেন মিশনের প্রতিষ্ঠাতা ও সম্পাদক হাজী আকবর আলী সরদার, ডাইরেক্টর ও সিরাত এর রাজ্য সম্পাদক শিক্ষক আবু সিদ্দিক খান, শুভানুধ্যায়ী সাইফুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য আবু বকর সরদার, প্রধান শিক্ষক মোজাফফর রহমান, নার্সারি বিভাগের বিভাগীয় প্রধান, মোঃ ইউনুস গাজী সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ । এদিন শতাধিক অভিভাবক অভিভাবিকা উপস্থিত ছিলেন, পাশাপাশি ছাত্রছাত্রীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ এবং উপস্থাপনা ছিল চোখে পড়ার মতো। হাজী আকবর আলী সরদার বলেন, আমাদের কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমি দুর্বার গতিতে এগিয়ে চলেছে আমরা আগামী ২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য বিজ্ঞান বিভাগ চালু করার নিয়ত করেছি । আবু সিদ্দিক খান বলেন, আমি প্রতিষ্ঠাকাল ২০১৬ সাল থেকে এই প্রতিষ্ঠানের সাথে ওতোপ্রোতো ভাবেই জড়িত । ২০২১ সালে সম্পাদক সাহেব আমাকে ডাইরেক্টর পদে এনেছেন। প্রতিষ্ঠানের কুসুমমতি বাচ্চাদের পবিত্র চেহারা গুলো, সালাম বিনিময় আমাকে আরো বেশি আকৃষ্ট করেছে। তাদের কথা ভাবা, তাদের খেয়াল রাখা এটা একটি ইবাদাত।এক অভিভাবক আরিফুল ইসলাম বলেন, অন্যন্য মিশনের তুলনায় কাটিয়াহাট আল হেরা মিশনের মনোরম পরিবেশ আমাকে মুগ্ধ করেছে । পড়াশোনার জন্য এই ধরনের পরিবেশ প্রয়োজন । এছাড়াও এই মিশনের ভর্তি ফিস এবং মাসিক ফিস যথেষ্ট কম । শিক্ষক ও অভিভাবক মহল আল হেরাতে বিজ্ঞান বিভাগ চালু হওয়াতে বেশ খুশি । এতে মিশনের কোয়ালিটি বাড়বে ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct