এম মেহেদী সানি, শাসন, আপনজন: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আগামী ২ ও ৩ ডিসেম্বর রাজ্যের প্রতিটি বুথে মিছিল করবে তৃণমূল কংগ্রেস, সেই উদ্দেশ্যেই বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বেলিয়াঘাটা কাঁচকল মোড়ে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা ৷ ১০০ দিনের কাজ, গ্রামীণ আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যের টাকা আটকে রাখার অভিযোগে বার বার সরব হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরের সভা থেকে ওই একই অভিযোগে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও একাধিক প্রতিবাদ মূলক কর্মসূচি ঘোষণা করেন ৷ তারই অংশ হিসেবে আগামী ২ ও ৩ ডিসেম্বর রাজ্যের প্রতিটি বুথে মিছিল করবে তৃণমূল । সোমবার সেই বার্তা দেওয়ার জন্যই উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নবনির্বাচিত সভাপতি বিধায়ক শেখ হাজী নুরুল ইসলামের নেতৃত্বে প্রস্তুতি সভার আয়োজন করা হয় ৷ সভায় বক্তব্য রাখার সময় হাজী নুরুল ইসলাম বলেন, আজকের সভার মধ্যে দিয়ে আগামী ২ ও ৩ ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনের শুধু প্রস্তুতি নয়, বরং আসন্ন লোকসভা ভোটের দামামা বেজে গেল, টার্গেট লোকসভা ভোটে বসিরহাটের তৃণমূল প্রার্থীকে বিপুল ভোটে জয়যুক্ত করা ৷ জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জির কথায় বসিরহাটে বিরোধীদের কোনো স্থান নেই । বিধায়ক রফিকুল ইসলাম, ডাঃ সপ্তর্ষী ব্যানার্জীরা সভায় বক্তব্য রাখার সময় কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে কড়া সমালোচনা করেন ৷ আসন্ন লোকসভা নির্বাচনে বসিরহাট এলাকার উপযুক্ত ভূমিপুত্রকে প্রার্থী নির্বাচিত করার জন্য দলের ঊর্ধ্বতন নেতৃত্বের অনুরোধ জানান তৃণমূল নেতা ও জেলা পরিষদের বন ও ভূমি কর্মাধ্যক্ষ একেএম ফারহাদ ৷ এ দিন তৃণমূল নেতা ও জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ সাজাহান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে বলেন, বাপের ব্যাটা হলে বসিরহাট লোকসভা কেন্দ্রে বিজেপি থেকে প্রার্থী হোক শুভেন্দু, তাঁর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কলা গাছকে প্রার্থী করা হলেও চার লক্ষ ভোটের ব্যবধানে হারিয়ে শুভেন্দুকে বাড়ি পাঠাবো ৷ বিজেপি দিল্লির নেতৃত্বদের পরিযায়ী পাখির সঙ্গেও তুলনা করেন শেখ শাহাজাহান ৷ এদিন প্রস্তুতি সভায় জেলা পরিষদ সদস্য এটিএম আবদুল্লাহ, সাবিনা খাতুন, জেলা আইএনটিটিইউসি সভাপতি কৌশিক দত্ত, যুব সভাপতি শমীক রায় অধিকারি সহ তৃণমূলের একাধিক পঞ্চায়েত সমিতির সভাপতি, পঞ্চায়েত প্রধান এবং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, আঞ্চলিক তৃণমূল কংগ্রেস সভাপতি ও বসিরহাট সাংগঠনিক জেলার সকল গুরুত্বপূর্ণ নেতৃত্বরা উপস্থিত ছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct