সেখ আব্দুস সামাদ, কলকাতা, আপনজন: গত শনিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ের নিউ টাউন ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে পড়ুয়াদের অপসংস্কৃতির নিন্দায সরব হল জামায়াতে ইসলামি হিন্দ। জামাআতে ইসলামী হিন্দের রাজ্য সভাপতি ডা. মসিহুর রহমান এক প্রেস বিবৃতিতে বলেন, আলিয়া বিশ্ববিদ্যালয়ে যে অশালীন ও কুরুচিকর সাংস্কৃতিক অনুষ্ঠান হল তার তীব্র নিন্দা জানাচ্ছি।আলিয়ায় ইসলামী ঐতিহ্য ও মূল্যবোধের পরিপন্থী এ ধরণের অনুষ্ঠানের অনুমতি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ যেন আগামীতে না দেন তার দাবি জানান জামাআতের রাজ্য সভাপতি। তার দাবি, বহিরাগত ছাত্রাদের আলিয়ার শিক্ষাঙ্গণে প্রবেশের উপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হবে। উল্লেখ্য, সাংস্কৃতিক অনুষ্টানের নামে আলিয়াবিশ্ববিদ্যালয় অঙ্গনে গভীর রাত পর্যন্ত চলেছে উদ্দাম নৃত্য। তার সঙ্গে চলে চটুল গান। এ প্রসঙ্গে জামায়াতের রাজ্র সবাপতি বলেন,আলিয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে ঐতিহাসিক অতীত ঐতিহ্যের পরম্পরা আছে, এই অনুষ্ঠান তার সঙ্গে পুরোপুরি সংঘর্ষিক ও দ্বন্দ্বমূলক। কলকাতা আলিয়া মাদ্রাসা এই উপমহাদেশের একটি স্বনামধন্য ও ঐতিহ্যময় মাদ্রাসা। তার অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এই ধরণের অশালীন অনুষ্ঠান বন্ধে কোন পদক্ষেপ নেননি। যদিও বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও পড়ুয়াদের বড় অংশ এই ধরণের অপসংস্কৃতিমূলক অনুষ্ঠানের বিরোধী বলে তিনি জানান। মুসলিম সমাজ ও বাংলার সংস্কৃতিবান জনতা আলিয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে এর জবাব চাইছে বলে তিনি মন্তব্র করেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct