আপনজন ডেস্ক: বিদেশি পর্যটক টানতে দক্ষিণ এশিয়ার দুই দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করছে মালয়েশিয়া।রোববার নিজের দল পিপলস জাস্টিস পার্টির কংগ্রেসে দেয়া বক্তৃতায় নতুন এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, চীন ও ভারতের নাগরিকদের জন্য মালয়েশিয়া ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করা হচ্ছে। আগামী ১ ডিসেম্বর থেকে এই দুই দেশের নাগরিকরা কোনো ভিসা ছাড়াই মালয়েশিয়ায় ঢুকতে পারবেন। একবার মালয়েশিয়ায় যাওয়ার পর সেখানে সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত তারা অবস্থান করতে পারবেন বলে জানান তিনি। মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চীন এবং ভারতের নাগরিকদের জন্য চালু করা এই ভিসামুক্ত প্রবেশ সুবিধা ২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কার্যকর থাকবে। চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত মালয়েশিয়া ভ্রমণ করেছেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ৯১ লাখ ৬০ হাজার বিদেশি পর্যটক। সবচেয়ে বেশি পর্যটক আসা দেশগুলোর তালিকায় চতুর্থ চীন এবং পঞ্চম ভারত। মালয়েশিয়ার সরকারি তথ্যমতে, এ সময়ে চীন থেকে ৪ লাখ ৯৮ হাজার ৫৪০ জন, আর ভারত থেকে ২ লাখ ৮৩ হাজার ৮৮৫ জন দেশটিতে ঘুরতে গিয়েছিলেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct