আপনজন ডেস্ক: নিউজিল্যান্ডের নতুন সরকার কর কমাতে ধূমপানে নিষেধাজ্ঞা বাতিলের পরিকল্পনা হাতে নিয়েছে। জেসিন্ডা আরডার্নের নেতৃত্বাধীন আগের সরকার এক আইন করে বলেছিল, ২০০৮ সালের পরে জন্মগ্রহণকারীদের জন্য ধূমপান নিষেধ। নিউজিল্যান্ডে মৃত্যুর প্রধান কারণ হলো ধূমপান এবং এই আইনের লক্ষ্য ছিল তরুণ প্রজন্মকে এই অভ্যাস থেকে বিরত রাখা। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার দেশটির নতুন অর্থমন্ত্রী নিকোলা উইলিসের ঘোষণা করেছেন সরকার আইনটি বাতিল করবে। উইলিস উল্লেখ করেছেন, ‘স্মোক ফ্রি’ আইন অর্থনীতির ওপর প্রায় এক বিলিয়ন ডলারের সমপরিমাণ লোকসানের প্রভাব ফেলেছে। নতুন সরকারের হঠাৎ এই নীতি পরিবর্তনের উদ্যোগের কড়া সমালোচনা করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ওটাগো বিশ্ববিদ্যালয়ের তামাক নিয়ন্ত্রণ গবেষক এবং জনস্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক রিচার্ড এডওয়ার্ডস বলেছেন, ‘আমরা আতঙ্কিত ও বিরক্ত। নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষ সরকারের এই সিদ্ধান্তে হতবাক। আমরা সরকারকে এমন সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানাচ্ছি।’ জেসিন্ডার সময় গত বছর পাস হওয়া আইনটি আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। ওই আইনের উদ্দেশ্য ছিল, খুচরা তামাক বিক্রেতাদের সংখ্যা কমিয়ে আনা এবং সিগারেটে নিকোটিনের মাত্রা হ্রাস করা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct