আপনজন ডেস্ক: বহু বছর ধরেই অধিকৃত পশ্চিম তীরে অনুপ্রবেশ ও ফিলিস্তিনি বাসিন্দাদের ওপর সহিংসতা ও হামলা চালিয়ে আসছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। তবে গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকে ভয়াবহভাবে বেড়েছে সহিংসতার পরিমাণ। সাম্প্রতিক এ সময়ে পশ্চিম তীরে বসবাসরত ফিলিস্তিনিদের জমি ও বসতবাড়ি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা দখল করছে বলে অভিযোগ করছেন পশ্চিম তীরের কৃষকেরা।সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, প্রায় প্রতিদিনই বাড়িঘর এবং জমি দখল হওয়ার ভয় ও আতঙ্ক নিয়ে বাস করছেন অধিকৃত পশ্চিম তীরের কৃষকরা। সহিংসতার মুখোমুখিও হচ্ছে তারা। ইসরায়েলিরা বন্দুক নিয়ে এসে জোর করে ফিলিস্তিনিদের ফসল নিয়ে যায়, দখল করে জমি। এমন ঘটনা দিন দিন বেড়েই চলেছে।
এদিকে পশ্চিম তীরের ফিলিস্তিনিদের এই সংকটের মধ্যে নতুন করে যোগ হয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর হামলা। গত এক সপ্তাহে সেখানে ইসরায়েলি বাহিনীর হামলায় ১০ জন নিহত এবং ২০ জন আহত হয়েছে।ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে ২৩৭ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ২,৮৫০ জন আহত হয়েছে।কৃষক আয়মান আসাদ (৪৫) এবং তার পরিবার তাদের বাড়ি থেকে মাত্র ২ কিমি দূরে স্পষ্টভাবে হামলার শব্দ শুনতে পাচ্ছেন। এটি তার স্ত্রী এবং পাঁচ সন্তানের জন্য একটি দুঃস্বপ্ন। তিনি বলেন, ‘শিশুরা ক্রমাগত ভয় পায় এবং তারা বাইরে খেলতে পারে না। এটি খুব বিপজ্জনক।’আসাদ বলেন, ‘আমরা শরণার্থী শিবিরে হামলা, বিস্ফোরণ এবং গুলির শব্দ শুনতে পাচ্ছি। ছেলেমেয়েরা আর স্কুলে যাচ্ছে না, কারণ তারা যেতে চাইলেও পথ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। সব ক্লাস অনলাইন হয়ে গেছে। এই মুহুর্তে সবচেয়ে বড় উদ্বেগের বিষয় হলো তার মুরগির খামার। সেখানে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা আক্রমণ করবে। আমি ভীত যে আমার জমি চুরি হয়ে যাবে।’ফিলিস্তিনের কৃষকরা জলপাই, জলপাই তেল এবং প্রচুর পরিমাণে শাকসবজি উৎপাদন করে। এটি অনেক দূরে রফতানি হয়। জলপাই গাছ ফিলিস্তিনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct