রঙ্গিলা খাতুন, কান্দি, আপনজন: অটো ও টোটোর দৌরাত্ম্যের অভিযোগ। মুর্শিদাবাদে ২৪ ঘণ্টার বেসরকারি বাস ধর্মঘট। বাস ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিকদের সংগঠন। ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন বাসযাত্রীরা। এই ধর্মঘটের প্রভাব দেখা গেল বহরমপুর , কান্দি, সালার, ডোমকল সহ মুর্শিদাবাদের সমস্ত যায়গায়। শুধু তাই নয় সড়কপথে প্রভাব পড়ল উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। রাস্তায় কাজে বেরিয়ে ভোগান্তিতে বহু মানুষ। জানা গিয়েছে সোমবার সকাল ছয়টা থেকে মঙ্গলবার সকাল ছয়টা অবধি চলবে এই ধর্মঘট। অভিযোগ, বেআইনি ভাবে অটো এবং টোটো যাত্রী দৌরাত্ম, কোনও রুট ছাড়াই যাত্রী তুলছে নামাচ্ছে তারা। বেসরকারি বাস মালিকদের দাবি, রাজ্য সড়ক থেকে জাতীয় সড়কে বেসরকারি বাস রুটে দিনে দিনে বেআইনি টোটো- অটো সহ বিভিন্ন গাড়ির সংখ্যা বেড়েছে অনিয়মের ফলে বাড়ছে দুর্ঘটনা। তাছাড়া পেট্রোল ডিজেলের যে হারে দাম বৃদ্ধি হয়েছে তার তুলনায় বাসের ভাড়া বৃদ্ধি হয়নি। টোটো অটো সহ বিভিন্ন বেআইনি গাড়ির জন্য বাসযাত্রী কমে যাচ্ছে। ক্ষতির সম্মুখীন হচ্ছেন একাধিক বাস মালিক। এই বিষয়ে সরকারী পরিবহন সংস্থা ও প্রশাসনকে বারংবার জানালেও কোন পদক্ষেপ নেয়নি তারা। তাই এই অটো ও টোটোর দাদাগিরির প্রতিবাদে একদিনের প্রতীকী ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি বাস মালিক সিন্ডিকেট। ২৪ ঘণ্টার ধর্মঘটের জেরে শুধু মুর্শিদাবাদ নন, অসুবিধার মুখে পড়েছেন আশপাশের জেলার বাসিন্দারাও। মুর্শিদাবাদ বেসরকারি বাস পরিবহণ সংস্থার একটি বাসও আজ রাস্তায় না নামায় ব্যাপক সমস্যায় বীরভূম, নদিয়া ও বর্ধমানের বাসিন্দারা। কলকাতায় কাজে আসা মানুষেরাও আটকে পড়েছেন । রাস্তায় গুটি কয়েক সরকারি বাসের দেখা মিলেছেও সমস্যায় নিত্যযাত্রী।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct