আপনজন ডেস্ক: পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়ক ও মন্ত্রীদের বেতন বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর প্রাক্তন বিধায়কদের কাছ থেকে আনুপাতিক হারে পেনশন বাড়ানোর দাবি উঠতে শুরু করেছে। বিধানসভা সূত্রে জানা গিয়েছে, শুক্রবার প্রাক্তন বিধায়কদের কল্যাণ সমিতি থেকে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের দফতরে এই বিষয়ে একটি স্মারকলিপি পৌঁছেছে। স্মারকলিপিতে প্রাক্তন বিধায়করা প্রাক্তন বিধায়কদের পেনশন বাড়ানোর বিষয়টি বিবেচনা করার জন্য রাজ্য বিধানসভার এনটাইটেলমেন্ট কমিটির কাছে আবেদন করেছেন।প্রাক্তন বিধায়কদের পেনশন নির্ধারণ করা হয় সংসদে সংশ্লিষ্ট বিধায়কের মেয়াদের সংখ্যার ভিত্তিতে। একমেয়াদি প্রাক্তন বিধায়কের পেনশন ও চিকিৎসা ভাতা বাবদ মাসিক ১৪,০০০ টাকা, দু’বারের বিধায়কের ক্ষেত্রে ১৬,০০০ টাকা এবং তিন বা ততোধিক মেয়াদের ক্ষেত্রে ১৮,০০০ টাকা।এছাড়াও, প্রত্যেক প্রাক্তন বিধায়ক, মেয়াদের সংখ্যা নির্বিশেষে, বার্ষিক ১৯,০০০ টাকা ভ্রমণ ভাতা পাওয়ার অধিকারী। সর্বোচ্চ মাসিক পেনশন ব্যান্ড ২৬,০ টাকা এবং বার্ষিক ভ্রমণ ভাতার পরিমাণ ৩০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct