সজিবুল ইসলাম, ডোমকল, আপনজন: রবিবার রামনগর আল আলাম মিশনে প্রখ্যাত শিল্পপতি মোস্তাক হোসেনের পতাকা ইন্ডাস্ট্রিজের সেবামূলক বৃত্তি জি ডি স্কলারশিপ বিতরণ করা হল মুর্শিদাবাদ জেলার গরীব দুস্থ ছাত্র ছাত্রীদেরকে । এমবিবিএস, নার্সিং, ল, বিএ, এমএ, পিএইচডি সহ বিভিন্ন পেশাদারি কোর্স এ পাঠরত মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে এই স্কলারশিপ তুলে দেওয়া হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পতাকা ইন্ডাস্ট্রিজের আধিকারিক সহিদুল ইসলাম খান, শিক্ষাব্রতী আব্দুল বারী, আল আলাম মিশনের ডিরেক্টর মাহবুব মুর্শিদ, আবদার রহমান, প্রধান শিক্ষক আকতার হোসেন, ডাক্তার ফরমান আলী প্রমুখ বিশিষ্ট জনেরা। সহিদুল ইসলাম খান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তোমাদেরকে জীবনে অনেক বড় মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে। তোমাদেরকেই প্রতিষ্ঠিত হয়ে পাড়ার একজন গরীব দুস্থর পড়াশোনার দায়িত্ব নিতে হবে। তবেই তো দেশ উন্নত হবে । পাশাপাশি ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে মাহবুব মুর্শিদ বলেন, আমরা প্রত্যাশা রাখি আমাদের এই মেধাবী ছেলে মেয়েরাই একদিন আগামীতে ডাক্তার, প্রফেসর, উকিল, হাকিম, আমলা হয়ে গরীব অসহায়দের পাশে দাঁড়িয়ে মোস্তাক হোসেনের এই অবদানকে স্মরণ করে তারাও বিভিন্ন রকম ভাবে তাদেরকে সাহায্য করবে। শিক্ষাব্রতী আব্দুল বারী বলেন, আমাদেরকে নারী শিক্ষায় আরো জোর দিতে হবে। যে কোন প্রতিযোগিতায় নারীরাও এখন প্রথম সারির তালিকায় এগিয়ে আসতে পারছে। তোমাদেরকেও ডাক্তার মাস্টার হওয়ার পাশাপাশি পায়লট হবার স্বপ্ন দেখতে হবে। ভয়কে দূরে সরিয়ে তোমাদের স্বপ্নটাকে রাখতে হবে পাহাড় সমান।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct