সেখ সামসুদ্দিন, মেমারি, আপনজন: মেমারি শহরের বামুনপাড়া মোড়ে বিশ্বাস মার্কেটে নবজাগরণ মঞ্চের উদ্যোগে সংবিধান দিবস পালন করা হয়। বাবা সাহেবের ছবিতে মাল্যদান করেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য এবং উপস্থিত সকলে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন নবজাগরণ মঞ্চের সভাপতি শামসুল আলম। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবজাগরণ মঞ্চের সহ-সভাপতি সম্পাদক সহ সদস্য বৃন্দ সমাজসেবী অজিত সিং মেমারি পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদ্ম ক্ষেত্রপাল এবং ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রঞ্জিত বাগ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সংবিধান দিবসে বক্তব্য রাখতে গিয়ে অতিথিবর্গ সাধারণ মানুষের বাক স্বাধীনতা হারিয়ে যাওয়ার বিষয়টি বারে বারে আলোকপাত করেন। নবজাগরণ মঞ্চের সভাপতি বলেন তারা এলাকার প্রতিটি মানুষকে সংবিধানের শিক্ষা দিয়ে তাদের অধিকার বুঝে নেওয়ার শিক্ষায় শিক্ষিত করবেন এবং অসহায় মানুষের পাশে থেকে কাজ করবেন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct