নিজস্ব প্রতিবেদক, ভরতপুর, আপনজন: আরএসপি-র কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ সভার ৩০তম মুর্শিদাবাদ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল গত ২৫-২৬ নভেম্বর ২০২৩, ভরতপুরে। সম্মেলনের শুরুতে ৫০০ এর বেশি সংখ্যক সংগঠনের কর্মী সমর্থকরা কৃষকদের দাবি নিয়ে ভরতপুরে বিক্ষোভ মিছিল করে। এরপর পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। পতাকা উত্তোলন করেন সংযুক্ত কিষাণ সভার রাজ্য সম্পাদক তথা প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর। সম্মেলনে প্রতিনিধি অধিবেশনের উদ্বোধন করেন আর এস পি-র রাজ্য সম্পাদক তপন হোড়। এছাড়াও বক্তব্য রাখেন আরএসপি-র কেন্দ্রীয় কমিটির সদস্য নওফেল মহা সফিউল্লা, জেলা সম্পাদক অঞ্জনাভ দত্ত, আর এস পি নেতা জামাল চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব। বিভিন্ন অঞ্চল থেকে নির্বাচিত ২৮৫ জন প্রতিনিধি নিয়ে জেলা সম্মেলন সম্পন্ন হয়। সম্মেলন শেষে ৫৩ জনের জেলা কমিটি তৈরী হয়। সম্পাদক নির্বাচিত হয় সরিফুল ইসলাম এবং সভাপতি নির্বাচিত হয় বিশ্বনাথ কর্মকার।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct