আমীরুল ইসলাম, বোলপুর, আপনজন: ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের কথা ভেবে বি.এড সমস্যা সমাধানে রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করল ছাত্র-ছাত্রী শিক্ষক ও কলেজ কর্তৃপক্ষ। সেই সঙ্গে বাবা সাহেব আম্বদেকর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছেও লিখিত ভাবে ক্ষোভের কথা জানানো হবেও বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।রবিবার সকালে বোলপুরের শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের সভাকক্ষে রাজ্যের চারশোর বেশী বি.এড কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র প্রতিনিধি ও কলেজ কর্তৃপক্ষের যৌথ প্রথম রাজ্য কনভেনশন অনুষ্ঠিত হয়। এদিনের সভা থেকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে বি.এড-এর ভর্তিকে কেন্দ্র করে যে অচলাবস্থা তৈরি হয়েছে তা সমাধানের জন্য সকলে একযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, মুখ্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের আচার্যকে চিঠি লেখা, ইমেল করবে। সেখানে নিজেদের সমস্যার কথা জানানো ও সমস্যা সমাধানে হস্তক্ষেপ দাবী করা হবে। বিশেষ করে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের হস্তক্ষেপ দাবি করা হবে। এদিনের সমাবেশে, সম্মিলিত ভাবে প্রায় দুই হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সম্প্রতি বাবা সাহেব আম্বেদকর শিক্ষা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোমা বন্দ্যোপাধ্যায় রাজ্যের ২৫৩টি বিএড কলেজের অনুমোদন বাতিল করার কথা ঘোষণা করেন।ওয়েস্ট বেঙ্গল এডুকেশন টিচার্স ফোরামের যুগ্ম আহ্বায়ক অপূর্ব কুমার পাত্র জানান, উপাচার্যের এই সিদ্ধান্ত একটা অস্থির পরিস্থিতি তৈরি করেছে। ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ফোরামের পক্ষ থেকে মলয় পীট, দিব্যেন্দু বাগ বলেন, আমরা ইতিমধ্যেই পরো বিষয়টি লিখিত ভাবে মুখ্যমন্ত্রী, শিক্ষা মন্ত্রী, মুখ্য সচিব সহ প্রশাসনিক কর্তাদের জানিয়েছি। আমাদের স্থির বিশ্বাস রাজ্য সরকারের সহযোগিতায় আমরা এই সমস্যা মিটিয়ে ফেলতে পারবো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct