ফিলিস্তিনের কান্না
সুরাবুদ্দিন সেখ
ফিলিস্তিনের আকাশে সূর্য কাঁদে বারবার...
গর্জন করতে করতে হিংস্র কালো ছায়া ঢেকে নেয় আকাশ,
ওপর থেকে নেমে আসে একঝাঁক হিংস্র হায়েনা,
আক্রমণ করে গভীর নিদ্রিত অবস্থায়।
বিশ্ব মুসলিমের আল আকসা ঢেকে নিতে চায় কালোছায়ায়,
এ তো মুসলিমদের দ্বিতীয় কেবলা!
এই পবিত্র স্থান কখনো যেতে পারে না অশুভর দখলে,
অন্ধকার রজনীতে উনুনের পাশে যেন শিশু পোড়ার গন্ধ--
কয়েক মানুষরূপী হায়েনার দল শিশুদের পুড়িয়ে খেয়ে উল্লাস করে।
ঝলসানো রুটির মতো দাগ বাচ্চাদের কায়া;
আল আকসা কি শুধু ফিলিস্তিনিদের?বিশ্ব মুসলিমের কেবলা।
দায়িত্ত্ব শুধু ফিলিস্তিনিদের?দায়িত্ব বিশ্ব মুসলিমদের।
বাতাসে ভেসে আসছে সুদূর ফিলিস্তিন থেকে লাশের গন্ধ,
বাতাসে ভেসে ওঠে নিরবে কান্নার ছবি
ওদের জ্বালা যন্ত্রণা দেখে কি শরীর শিউরে ওঠে না!
নরপিশাচরা অনেক শিশুর তাজা নরম মাংস খেয়েছে, হাড়গুলো জমায়েত করছে পাহাড় করার জন্য।
হে নিকৃষ্টগণ!তোদের হৃদয়ে কি গরলের সাগর আছে?অগ্নিগর্ভ আছে?
তাহলে তোরা মানুষ নস,পৃথিবীর অন্য এক হিংস্র জাতি।
বিতাড়িত হ ঐ পবিত্রভূমি থেকে
মুসলিমদের নবী পয়গম্বরের ভূমি ফিলিস্তিন।
তোরা লাঞ্ছিত হয়ে একদিন পরাজিত হবিই
কারণ পবিত্রভূমিতে অশুভ রুহের কোনো ঠাঁই নেই,
অপেক্ষা কর! বিজয়ের দামামা বাজতে চলেছে মুসলিমদের জন্য।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct