আরবাজ মোল্লা, নদিয়া, আপনজন: নদিয়ার চাপড়া বিবাহ বহির্ভূত সম্পর্কের টানা পড়ে নেই এক গৃহবধূকে ধারালো অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। আক্রান্ত ওই গৃহবধুর নাম মাধবী দাস (২৬)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,রাত নয়টা নাগাদ চাপড়া থানার মাধবপুর কাঠগোলা এলাকার একটি ফাঁকা মাঠ থেকে রক্তাক্ত অবস্থায় এক গৃহবধূকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে চাপড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে চিকিৎসার জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ওই গৃহবধূ। অভিযোগ,চাপড়া থানার মাধবপুরে টোটো করে সন্ধ্যায় মাধবপুর থেকে চাপড়া পোস্ট অফিস মোড় এলাকায় তার বাপের বাড়িতে যাচ্ছিলেন।পথে দৈয়ের বাজার বাসিন্দা স্বপন বিশ্বাস নামের এক ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তাঁর ওপর চড়াও হয়। ছুরির আঘাতে গুরুতর জখম হন ওই গৃহবধূ।অভিযোগ ভিত্তি অভিযুক্ত স্বপন বিশ্বাসকে গ্রেফতার করে আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।পুলিশে সূত্রে জানা গেছে,বেশ কয়েক বছর আগে ওই গৃহবধুর সাথে স্বপন বিশ্বাসের বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল।সম্পর্কের কথা জানতে পেরে স্বপনের পরিবারে দাম্পত্য অশান্তির সৃষ্টি হয়। সম্প্রতি স্বপন বিশ্বাসের স্ত্রী চাপড়া থানায় তার বিরুদ্ধে বধূ নির্যাতনের একটি অভিযোগ দায়ের করেছিলেন।এরপর থেকেই ওই গৃহবধূ স্বপন বিশ্বাসকে এড়িয়ে অন্য এক যুবকের সাথে সম্পর্ক তৈরি করে বলে অভিযোগ। যার কারণে দুজনের মধ্যে সম্পর্কের দূরত্ব তৈরি হয়।মূলত সেই কারণেই এই স্বপন বিশ্বাস ধারালো অস্ত্র নিয়ে চড়াও হয় ওই গৃহবধুর ওপর।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct