আপনজন ডেস্ক: গৃহযুদ্ধকবলিত সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামে গোলাবর্ষণ করেছে দেশটির সরকারি বাহিনী। এতে ছয় শিশুসহ অন্তত দশজন নিহত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) একটি খামারে জলপাই তোলার সময় এই হামলার ঘটনা ঘটে বলে বিদ্রোহীদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এবং সিরিয়ান সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেট) জানিয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি গ্রামের খামারে গোলাবর্ষণ করা হয়েছে।একজন আহত নারীকে চিকিৎসা সেবা দেওয়ার সময় হোয়াইট হেলমেট জানিয়েছে, মৃত ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও তুরস্কের মধ্যে ২০২০ সালের মার্চ মাসে যুদ্ধবিরতির পর এটিই সর্বশেষ গোলাবর্ষণের ঘটনা। তাছাড়াও এই অঞ্চলে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করা হয়েছে। এখানে ১২ বছরের সংঘাতে লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছেন। যুদ্ধবিরতির আগের বছরেও এখানে হাজার হাজার হত্যা করা হয়েছে। আহত হয়েছেন অগণিত মানুষ।২০১১ সালের মার্চে সিরিয়ার সংঘাত শুরুর পর থেকে কয়েক লাখ মানুষের প্রাণহানি হয়েছে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct