আপনজন ডেস্ক: সিয়েরা লিওনের রাজধানী ফ্রিটাউনে রবিবার সশস্ত্র সংঘর্ষ শুরু হয়েছে। সরকার এটিকে সামরিক অস্ত্রাগারের ওপর আক্রমণ বলে বর্ণনা করেছে। এ ছাড়া দেশটিতে তাৎক্ষণিক জাতীয় কারফিউ জারি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা শহরের উইলবারফোর্স জেলায় গুলি ও বিস্ফোরণের শব্দ শুনেছেন, যেখানে অস্ত্রাগার এবং বেশ কয়েকটি দূতাবাস রয়েছে।অন্য প্রত্যক্ষদর্শীরা বলেছেন, তারা মারে টাউন জেলার একটি ব্যারাকের কাছে, নৌবাহিনীর আবাসস্থল, সেই সঙ্গে ফ্রিটাউনের অন্য একটি সামরিক স্থাপনার বাইরে গোলাগুলির শব্দ শুনেছেন।সামাজিক যোগাযোগ মাধ্যমকে পোস্ট করা ভিডিওতে রাস্তায় পুরুষদের দল দেখানো হয়েছে, যাদের পলাতক বন্দি হিসেবে বর্ণনা করা হয়েছে। তবে কারাগারের গেট খুলে দেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষের কাছ থেকে নিশ্চিত হওয়া যায়নি। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যকে পোস্ট করা অডিওতে স্বয়ংক্রিয় অস্ত্রের গুলি এবং বিস্ফোরণের শব্দ শোনা যায়।এদিন রাজধানীর রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শী সুসান কার্গবো টেলিফোনে বলেছেন, ‘আমি ভোর সাড়ে ৪টার দিকে উইলবারফোর্স ব্যারাক থেকে ভারী মেশিনগানের (গুলি) এবং বোমার বিকট শব্দে জেগে উঠেছিলাম। আমি হতবাক হয়ে গিয়েছিলাম এবং...আজ সকাল পর্যন্ত গুলি চলেছিল, এটি একটি যুদ্ধের মতো ছিল।’
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct