আপনজন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভারী বৃষ্টির ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে প্রায় ১০০ জনে দাঁড়িয়েছে।রোববার (২৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সোনা।দেশটির বিপর্যয় ব্যবস্থাপনা সংস্থার প্রধান মাহামুদ মোয়ালিমও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন। পূর্ব আফ্রিকার অন্যান্য দেশ এবং হর্ন অব আফ্রিকার মতো সোমালিয়াতেও অক্টোবরে ভারী বর্ষণ শুরু হয়।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct