রাজু আনসারী, অরঙ্গাবাদ, আপনজন: ট্রাকে করে গোপনে গাঁজা পাচার করার সময় বিপুল পরিমাণ গাঁজা সহ দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করল মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জ থানার পুলিশ। রবিবার দুপুরে সামসেরগঞ্জ থানার তারাপুর এলাকার নূর মোহাম্মদ কলেজের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রেফতার করা হয় তাদের। এসওজি এবং সামশেরগঞ্জ থানার যৌথ অভিযানে প্রায় ৬০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম প্রদীপ সাহা এবং বাবলু শেখ। তাদের মধ্যে প্রদীপ সাহার বাড়ি নদীয়ার তেহট্ট এবং বাবলুর বাড়ি সামশেরগঞ্জ থানার গাজিনগর এলাকায়। গাঁজা গুলো উত্তরবঙ্গের দিক থেকে দক্ষিণবঙ্গের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলেই জানিয়েছে পুলিশ। গাঁজা উদ্ধারের সময় তারাপুর এলাকার নুর মোহাম্মদ কলেজের সামনে ৩৪ নম্বর জাতীয় সড়ক এলাকায় উপস্থিত ছিলেন ফারাক্কার এসডিপিও রাসপ্রীত সিং, সামসেরগঞ্জ থানার ওসি সুমিত বিশ্বাস, যুগ্ম বিডিও দীপক কুমার মাইতি, স্পেশাল অপারেশন গ্রুপের ওসি স্বস্থিসুন্দর সিংহ সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। কাকে এবং কোথায় যাওয়ার উদ্দেশ্যে গাঁজা গুলো নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে সামশেরগঞ্জ থানার পুলিশ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct