আপনজন ডেস্ক: সহিংসতা কবলিত মায়ানমারে সেনাবাহিনীর কাছ থেকে গুরুত্বপূর্ণ আরো একটি সীমান্ত ক্রসিংয়ের দখল নিয়েছে বিদ্রোহীরা। রোববার (২৬ নভেম্বর) স্থানীয় মিডিয়া এবং নিরাপত্তা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।সাম্প্রতিক সপ্তাহগুলোতে চীন সীমান্তের কাছে মায়ানমারের শান রাজ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। মূলত তিনটি জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীর সশস্ত্র জোট গত অক্টোবরে সামরিক বাহিনীর ওপর আক্রমণ শুরু করলে বিপাকে পড়ে জান্তা। গোষ্ঠীগুলো এরই মধ্যে কয়েক ডজন সামরিক পোস্ট এবং চীনের সঙ্গে বাণিজ্যের জন্য গুরুত্বপূর্ণ একটি শহর দখল করে নিয়েছে। এর ফলে অর্থ সংকটে থাকা মায়ানমার জান্তার আয়ের পথ আরো সংকুচিত হয়েছে। তিন গোষ্ঠীর একটি মায়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি (এমএনডিএএ) রোববার স্থানীয় সংবাদমাধ্যমকে জানিয়েছে, তারা কিইন সান কিয়াউত সীমান্ত গেটের নিয়ন্ত্রণ নিয়েছে।কোকাং নিউজের খবরে বলা হয়েছে, সকালে মিউজ জেলার মংকো এলাকায় কিইন সান কিয়াউত নামে আরো একটি সীমান্ত গেট দখল করার কথা জানিয়েছে এমএনডিএএ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct