আপনজন ডেস্ক: গুজরাত টাইটানস থেকে হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ানসে ফিরছেন, এমন খবর পুরোনোই। তবে আজ আইপিএলের পরের মৌসুমের আগে খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিনে পান্ডিয়াকে ধরে রাখা খেলোয়াড়দের তালিকাতেই রাখে গুজরাত। কিন্তু এরপরও পান্ডিয়ার মুম্বাইয়ে ফেরার সুযোগ ছিলই। শেষ পর্যন্ত হলো সেটিই। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, পান্ডিয়ার ব্যাপারে দুই ফ্র্যাঞ্চাইজির চুক্তি সই হয়ে গেছে। এদিকে গুঞ্জন উঠেছে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ক্যামেরন গ্রিনকে বিক্রি করে দিয়েছে মুম্বাই। সেটিও বেশ মোটা অঙ্কেই। আইপিএলের পরের মৌসুমের জন্য ছোট পরিসরে নিলাম অনুষ্ঠিত হবে আগামী ১৯ ডিসেম্বর। এর আগে ১২ ডিসেম্বর পর্যন্ত এক দল থেকে আরেক দলে যেতে পারেন খেলোয়াড়েরা। তবে আজ খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার শেষ দিনেই পান্ডিয়ার মুম্বাইয়ে ফেরা নিশ্চিত হয়ে গেছে। ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইপিএলের সূত্র দিয়ে ক্রিকবাজ জানিয়েছে, পান্ডিয়ার দল পরিবর্তনের ক্ষেত্রে আনুষ্ঠানিক অনুমতি দেওয়া হয়েছে। যেটি অর্থের বিনিময়ে হবে। আগেই জানা গিয়েছিল, পান্ডিয়াকে কিনতে গুজরাতের খরচ হওয়া ১৫ কোটি রুপিতে তাঁকে দলে ফেরাচ্ছে মুম্বাই।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct