আমীরুল ইসলাম, বীরভূম, আপনজ : লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহার পৃষ্ঠপোষকতায় ও লাভপুর মিলন মেলা কমিটির পরিচালনায় নকআউট ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হলো।পুরো ৮ টি টিমের প্রতিযোগীরা অংশগ্রহণ করবেন এই খেলায়। লাভপুরের বুকে এই প্রথম বিদেশি ফুটবল প্লেয়ারকে দেখা গেল এই ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে। এই খেলা উদ্বোধন করেন লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা। সাথে উপস্থিত ছিলেন এসডিপিও বোলপুর নিখিল আগারওয়াল, বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, বিডিও লাভপুর শিশুতোষ প্রামাণিক, ওসি লাভপুর পার্থসারথি মুখার্জি, বিশিষ্ট সমাজ সেবী আব্দুল মান্নান, তরুণ চক্রবর্তী সহ আরো অনেকে। লাভপুরের বুকে বিদেশি ফুটবল প্লেয়ার খেলতে আসায় উৎসাহিত ফুটবল প্রেমিরা। এই ফুটবল খেলা দেখতে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct