মনজুর আলম ও মোমিন আলি লস্কর, জয়নগর, আপনজন: দক্ষিণ ২৪ পরগনার জয়নগর এক নম্বর ব্লকে বামনগাছি অঞ্চলের কামারিয়া গ্ৰামে বাঙার বুড়ি মোড়ে গত ১৩ নভেম্বর সাজসকালে বামনগাছি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির এই ঘটনা পর ঘটনার স্থল থেকে দীর্ঘ ৫ কিলোমিটার দূরে দলুয়াখাকী গ্ৰামে লস্কর পাড়ায় সিপিএম সমর্থকদের বাড়ি লুটপাট, ভাঙচুর, ও পরে অগ্নিসংযোগ চালায়। লস্কর পাড়ার প্রচুর পরিমানে বাড়ি দোকান কারখানা আগুনে পুড়িয়ে দেওয়া হয়। রবিবার দ্বিতীয় বার কামদুনির প্রতিবাদী দুই মুখ মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল ত্রাণ নিয়ে আসেন ওই গ্রামে। অন্যদিকে, এদিনই নিহত তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্করের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। সাইফুদ্দিনের বাবা মন্ত্রী ফিরহাদ হাকিমকে কাছে পেয়ে তার কাছে সাইফুদ্দিনের খুনের ‘ইনসাফ’ চান। ফিরহাদ দোষীদের উপযুক্ত শাস্তি হওয়ার আশ্বাস দেন। এ বিষয়ে ফিরহাদ সংবাদমাধ্যমকে জানান, ফিরহাদ জানিয়েছেন, নিহত সাইফুদ্দিন ছিলেন খুবই দরিদ্র পরিবারে। দল তাদের পাশে আছে। তার পরিবারের তরফে দাবি করা হয়েছে, প্রকৃত দোষীর শাস্তি চাই, ইনসাফ চাই। দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি পাক দল চায়।
এরপরে মন্ত্রী ফিরহাদ হাকিম মরিশ্বর মতিলাল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নিহত সাইফুদ্দিনের স্মরণ সভায় হাজির হন। ওই স্মরণ সভায় ফিরহাদ হাকিম, দলুয়াখাকি গ্রামে তৃণমূল নেতা সাইফুদ্দিনকে খুনের পিছনে নাম না করে অমিত শাহকে নিশানা করেন। ফিরহাদ, অমিত শাহকে নিমানা করে বলেন, রাজ্যে যত খুন হচ্ছে তাঁর পেছনে একজনই রয়েছে মোটা ভাই। তবে, সাইফুদ্দিনের খুন নিয়ে বিরোধী দলগুলি নিম্নমানের রাজনীতি করছে বলে মন্তব্য করেন ফিরহাদ। তিনি বলেন, বিরোধীরা নিহত সাইফুদ্দিনের পরিবারের কাছে সমবেদনা জানাতে যায়নি। অথচ, বিজেপি, আইএসএফ, সিপিএম গ্রামে যাচ্ছে যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের নিয়ে রাজনীতি করতে। যদিও রাজ্য সরকারের তরফে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বলে তিনি জানান। আগামী নির্বাচনে মানুষ বিরোধীেদের জবাব দেবে বলে মন্তব্য করেন ফিরহাদ। বারুইপুর পূর্বের বিধায়ক বিভাস সরদার বলেন, প্রশাসন তদন্ত করছে দোষী দের শাস্তি দেওয়ার জন্য। যদি প্রশাসন দোষীদের শাস্তি না দেয়, তাহলে আমরা নিজেরাই দোষীদের শাস্তি দেব বলে হুঁশিয়ারি দেন বিভাস। বিধায়ক বিভাস সরদার আরও বলেন, আমি সাইফুদ্দিন লস্করের নামে সফত করছি , বামনগাছি অঞ্চল কি দলুয়াখাকী গ্ৰামে সিপিআইএম পার্টির কোন পতাকা ভোটের সময় ব্যানার লাগাতে দেব না এদিনের স্মরণসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক শওকত মোল্লা, সাংসদ শুভাশিস চক্রবর্তী, জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, ট্রেড ইউনিয়নের নেতা শক্তি মন্ডল, ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, বারুইপুরের তৃণমূল নেতা শ্যামসুন্দর চক্রবর্তী সহ স্থানীয় নেতারা। উল্লেখ্য গত ১৩ ই নভেম্বর ভোরের নামাজ পড়তে গিয়ে বাড়ির কাছেই খুন হয় এই তৃণমূল নেতা, খুন করে পালাতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে দুই দুষ্কৃতী। একজনকে পিটিয়ে খুন করার অভিযোগ ছিল, তারপর দলুয়াখাকিতে চলে লুটপাট অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct