নিজস্ব প্রতিবেদক, দেগঙ্গা, আপনজন: উত্তর চব্বিশ পরগনা জেলার দেগঙ্গার কলসুর গ্রামে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে জখম হয় এক কিশোর। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দেগঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে বারাসত জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রবিবার দেগঙ্গা থানার দক্ষিণ কলসুর গ্রামে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের পেছনে শাহনাজ তরফদারের জমিতে একটি বস্তায় বেশ কয়েকটি তাজা বোমা রাখা ছিল। সুতলি বাধা গোলাকৃতি বলের মত দেখতে হাত বোমা গুলিকে বল ভেবে খেলতে গিয়ে বোমা ফেটে গুরুতর জখম হয় আরমান মন্ডল নামের ১৩ বছরের এক কিশোর। আরমান মন্ডলের বাবা আজীবর মন্ডল পেশায় দিনমজুর। ঘটনার পরেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কে বা কারা বোমা গুলি রেখে গেছে, তা এখনো নিশ্চিত নয়। গোটা ঘটনার তদন্ত করে দেখছে দেগঙ্গা থানার পুলিশ। অন্যদিকে,ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ঘটনাস্থলে তদন্তে যায় পুলিশ।উত্তর ২৪ পরগনার বসিরহাটে মহকুমার হাসনাবাদ - শিয়ালদা ডাউন লোকাল মালতিপুর স্টেশনের ঘটনা। রবিবার সকাল বেলায় লাইনের পাশ থেকে হেঁটে আসছিল বছর ৩২- র এক যুবক । স্টেশনে এই সময় ডাউন শিয়ালদা লোকাল সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলে মৃত্যু হয় এক যুবকের। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ট্রেন যাত্রীদের মধ্যে। যাত্রীরা জানান যখন ওই যুবক আসছিল ট্রেনের চালক নাকি কোন হুইসেল দেন নি।যার কারণে অসতর্কতার ফলে ওই মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে বসিরহাটের জিআরপি গিয়ে মৃতদেহ উদ্ধার করে বারাসত পুলিশ মর্গে পাঠায়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেশ কিছুক্ষণের জন্য ট্রেন চলাচল বিঘ্নিত হয়। পরে আবার পরিস্থিতি স্বাভাবিক হয়। যুবকের নাম ও পরিচয় জানার চেষ্টা করছে রেল পুলিশ।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct