আপনজন ডেস্ক: রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা জঙ্গিপুরের বিধাযক শিল্পপতি জাকির হোসেন মুর্শিদাবাদের নানা এলাকায় শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রেখেছেন। বেশ কয়েকটি বিএড কলেজ ছাড়াও পলিটেকনিক কলেজ মুর্শিদাবাদের শিক্ষা মানচিত্রে বিশেষ স্থান করে নিয়েছে। এবার তিনি উদ্যোগ নিয়েছেন ‘জাকির হোসেন মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ নামে বেসরকারি মেডিক্যাল কলেজ গড়ার। অবশেষে সেই মেডিক্যাল কলেজ গড়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের ‘দ্য ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স’ বিশ্ববিদ্যালয়ের ছাড়পত্র দিয়েছে। শনিবার জাকির হোসেনের কাছে সেই অনুমোদনের চিঠি পৌঁছে গেছে বলে জানা গেছে। উল্লেখ্য, জাকির হোসেন ১৫০ আসন বিশিষ্ট ‘জাকির হোসেন মেডিক্যাল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট’ মেডিক্যাল কলেজ গড়ার আবেদন জানিয়েছিলেন। রাজ্য সরকারের ছাড়পত্র মেলায় এবার বিষয়টি দিল্লির ন্যাশনাল মেডিক্যাল কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে। কমিশনের সায় পেলে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া মেডিক্যাল কলেজের স্বীকৃতি দেবে। তারই অপেক্ষায় রয়েছেন জাকির হোসেন।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct