নুরুল ইসলাম খান, কলকাতা, আপনজন: শুক্রবার পটারি রোডের সংযোগ স্থলে সিপিআইএম এনটালি এড়িয়া ৩কমিটির তরফে শহীদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সত্তরের দশকে আধা ফ্যাসিসট সন্ত্রাসে খুন হয়েছিলেন কমরেড মানিক চক্রবর্তী সহ অজস্র পার্টি সদস্যরা।সেই দিন কে স্মরন করে প্রতিবছর এই শহীদ দিবস পালিত হয়। মানুষের মৌলিক অধিকার ও বেকারদের কাজের দাবি কে সামনে রেখে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে বক্তব্য রাখেন পলিট বুরো সদস্য সিপিআইএম এর রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। বক্তব্য রাখেন কল্লোল মজুমদার ও দেবাঞ্জন চক্রবর্তী। উপস্থিত ছিলেন দেবেশ দাস ও আবু সুফিয়ান প্রমুখ।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct