অমরজিৎ সিংহ রায়, বালুরঘাট, আপনজন: চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল বালুরঘাট থানার পুলিশ। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান বালুরঘাট থানার আইসি শান্তি নাথ পাঁজা। জানা গেছে, অক্টোবর মাসের ২৪ তারিখে চুরির ঘটনাটি ঘটে বালুরঘাট পুরসভার অন্তর্গত ১৮ নম্বর ওয়ার্ডের জোড়া ব্রিজ সংলগ্ন ঘটকালী এলাকায়। এরপরই বাড়ির মালিক বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে বালুরঘাট থানার পুলিশ একজনকে আটক করে। ধৃত ব্যক্তির বাড়ি কুমারগঞ্জ এলাকায়। তার কাছ থেকে প্রায় ৪৭১ গ্রাম রুপা ও ২.৬৬ গ্রাম সোনা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, “গত ২৪ অক্টোবর একটি বাড়িতে চুরি হয়েছিল ঘাটকালী এলাকায়। এরপরই ঘটনার সাথে যুক্ত থাকার অভিযোগে আমরা একজনকে আটক করি। তার কাছ থেকে সোনা ও রুপার গহনা উদ্ধার হয়। উদ্ধার হওয়া সোনা ও রুপার গহনা আজ প্রকৃত মালিক হাতে তুলে দেয়া হলো। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আটক হওয়া ওই ব্যক্তিকে আদালতে তোলা হয়েছে।”
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct