নকীব উদ্দিন গাজী, রায়দিঘি, আপনজন: শিক্ষক বদলি হওয়াতে রায়দিঘীর কৌতলা গ্রাম পঞ্চায়েতের কাশিনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় ও কৌতলা প্রাথমিক বিদ্যালয় বিক্ষোভ ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকাদের। ঘটনায় জেরে চাঞ্চল্য এলাকায়। জানা যায়, কৌতলা প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুলতলির একটি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্বভারের নির্দেশ পান। এই খবর স্কুলের ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিভাবিকারা জানতে পারলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যাতে অন্য স্কুলে না যান এরই দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। অন্যদিকে কাশিনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ে একই সাথে ৬ জন শিক্ষক বদলি হওয়াতে বিক্ষোভ দেখাতে থাকে অভিভাবক অভিভাবিকারা।তাদের দাবি, কাশিনগর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় ৩ শতাধিকের বেশি ছাত্রছাত্রী পড়াশোনা করে যেখানে ৮ জন শিক্ষক শিক্ষিকা ছিলেন কিন্তু ৬ জন শিক্ষক শিক্ষিকা বদলি হওয়াতে শুক্রবার সকাল থেকেই ফুলের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবক অভিভাবী কারা। বিক্ষোভকারীদের দাবি স্কুলে এত সংখ্যক ছাত্রছাত্রী তারপর ৬ জন শিক্ষক বদলি নিয়ে চলে গেলে স্কুলে পঠন পাঠনে সমস্যা তৈরি হবে। তাই শিক্ষক শিক্ষিকাদের বদলি রুখতে স্কুলের সামনে বিক্ষোভে সামিল অভিভাবক অভিভাবিকারা।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct