নিজস্ব প্রতিবেদক, মেমারি, আপনজন: বিশিষ্ট লেখক ও গবেষক মরহুম গোলাম আহমাদ মোর্তোজা সাহেব প্রতিষ্ঠিত মেমারির মামূন ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম এ ছাত্র-ছাত্রীরা তাঁদের নিজেদের দক্ষতার পরিচয় দিয়ে ‘নলেজ অ্যান্ড স্কিল এক্সিবিশন’ শো প্রদর্শনী করে। অভিভাবক-অভিভাবিকরা তাদের বাচ্চাদের বিভিন্ন প্ৰদৰ্শনী দেখে অভিভূত হন এবং এই বিষয়ে তাঁরা এখানকার শিক্ষক-শিক্ষাকাদের ভূয়াসী প্রশংসা করেন। এই প্ৰদৰ্শনীতে অভিভাবক-অভিভাবিকরা ছাড়াও এলাকার বিশিষ্টরা অংশ নিয়ে তা উপভোগ করেন। প্রসঙ্গত, বিশিষ্ট গবেষক উল্লেখ্য যে মামূন ন্যাশনাল স্কুল ইংলিশ মিডিয়াম শাখা ২০২৪ থেকে পঞ্চম শ্রেণী থেকে ছাত্রদের জন্য আবাসিক ভাবে শুরু হচ্ছে। এই প্ৰদৰ্শনী শোতে উপস্থিত ছিলেন মামূন ন্যাশনাল স্কুল বয়েজ ক্যাম্পাসের সুপারিনটেনডেন্ট কাজী মোহাম্মদ তাসিন, বিশিষ্ট আলেম হাফেজ আব্দুল হামিদ প্রমুখ। এছাড়াও ছিলেন আরও অনেক বিশিষ্টজনেরা। উল্লেখ্য, মামূন ন্যাশনাল স্কুলের মূল বয়েস ক্যাম্পাস বর্ধমানের মেমারিতে। এছাড়া, গার্লস শাখা রযেছে পানাগড়ে। তবে, মেয়েদের ইংলিশ মিডিয়াম শাখটি রযেছে হুগলির পাণ্ডুয়ায়। মামূন ন্যাশনাল স্কুল থেকে ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভাল ফল করছে বলে জানান স্কুলের সম্পাদক কাজী মুহাম্মদ ইয়াসিন।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct