আজিম শেখ, মল্লারপুর, আপনজন: সরকার নির্ধারিত সময়ে বিদ্যালয় না খোলা ,অনিয়মিত ক্লাস সহ নিম্নমানের মিড ডে মিল দেবার অভিযোগে শিক্ষক সহ অশিক্ষকদের কর্মীদের বিদ্যালয়ে আটকে রেখে মেন গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখালেন স্থানীয়রা। ঘটনাটি বীরভূমের মল্লারপুর থানার গদাধরপুর বাজার জুনিয়ার হাইস্কুলের। ঘটনাসুত্রে জানা যায় ৫ম থেকে ৮ম শ্রেনী ক্লাসের ৮৫জন ছাত্রছাত্রী রয়েছেন স্কুলে , অভিযোগ ছাত্রছাত্রীরা যথাযত সময়ে স্কুলে আসলেও স্কুলের গেট অনিয়মতি সময়ে খোলা হয় । কোনো দিন সকাল ১১ টা বা ১১টা৩০ স্কুল খোলা হয় । ঠিকঠাক ক্লাসও স্কুলে হয়না এমনকি অতি নিম্নমানের মিড ডে মিলের খাবার প্রদান করা হয় বিদ্যালয়ে । পাশাপাশি বিদ্যালয়ের ভিতরে জজ্ঞালে ভর্তি যথাযত বিদ্যালয়ও পরিষ্কার করা হয় না। এমনকি স্কুলের ৩জন শিক্ষাকর্মী ও ১জন অশিক্ষক কর্মীও সময় মতো স্কুলে আসা যাওয়া করেন না । স্থানীয়দের অবিভাবকদের আরও অভিযোগ স্কুলের ইনচার্জের থাকা দায়িত্বে ম্যাডামের সাথে অন্য শিক্ষকদের ইগোর লড়াই যার ফল পেতে হচ্ছে ছাত্রছাত্রীদের । এহেন নানান অভিযোগে বিষয়টি পূর্বে স্কুল ইন্সপেক্টরকে জানালেও তিনি কর্নপাত করেন নি বলে অভিযোগ।ফলে বিক্ষুব্ধ অবিভাবকরা আজ সকাল ১২টা নাগাদ স্কুলের মেন গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখায় । যদিও বিদ্যালয়ে ঘটনার সময় ইনচার্জের দায়িত্বে থাকা ম্যাডামের দেখা নেই অন্যদিকে ম্যাডাম স্কুলে আসবেন কি না সে বিষয়ে অন্য শিক্ষকদের কিছু জানা নেই বলে জানান । স্থানীয়দের দাবি বিডিওর উপস্থিতি দ্রুত এহেন অচলাবস্থার সুরাহা হোক স্কুলে নিয়ম মেনে পড়াশুনো হোক।
All Rights Reserved © Copyright 2024 | Design & Developed by Webguys Direct