আপনজন ডেস্ক: চীনা স্মার্টফোন ব্র্যান্ড আইকিউও ১ টেরাবাইট স্টোরেজের ফোন এনে চমক দেখালো। এই ফোনের মডেল ‘আইকিউও ১২’। অধিক স্টোরেজ ছাড়াও ফোনটিতে শক্তিশালী ব্যাটারি ও দুর্দান্ত ক্যামেরা সেটআপ রয়েছে। আইকিউও ১২ মডেলের স্মার্টফোনে রয়েছে বেশ বড় ও ভাইব্র্যান্ট একটি ৬.৭৮ ইঞ্চির স্ক্রিন। যার রেজুলেশন ১২৬০x২৮০০ পিক্সেল। এই ডিসপ্লের রিফ্রেশ রে ১৪৪ হার্জ। নিখুঁত পিকচার কোয়ালিটির জন্য এই ডিসপ্লে এইচডিআর ১০ প্লাস সাপোর্ট করে। ফোনের ক্যামেরা সেটআপও আকর্ষণীয়। প্রাইমারি সেন্সর হিসেবে রয়েছে একটি ৫০ মেগাপিক্সেলের সেন্সর। সেকেন্ডারি ক্যামেরায় দেওয়া হয়েছে একটি ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। যা ১০০ এক্স ডিজিটাল জুম ফটোগ্রাফির অভিজ্ঞতা দিতে পারে।
All Rights Reserved © Copyright 2025 | Design & Developed by Webguys Direct